কেমুসাস মতিন উদদীন জাদুঘরে ওসমানীর ব্যবহৃত সামগ্রী হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৯:০৪:৪১ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ব্যবহৃত সামগ্রী কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরে প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেন চৌধুরী। তিনি বঙ্গবীরের মামাতো ভাই। বাংলাদেশ রাইফেলস-এর সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তমের মাধ্যমে কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার-এর হাতে বঙ্গবীরের ব্যবহৃত সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, শাবিপ্রবি’র সাবেক শিক্ষক প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, কেমুসাস’র সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী ওসমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। কেমুসাস জাদুঘরে প্রদত্ত সামগ্রী হচ্ছেÑজেনারেল ওসমানীর ব্যবহৃত সার্ট, গেনজি, নাইট গাউন, স্লিপিং স্যুট, জুতা ইত্যাদি।
প্রবাসী ইকবাল হোসেন চৌধুরী জানান, জেনারেল ওসমানী মৃত্যুর পূর্বে ইংল্যান্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় কেমুসাস জাদুঘরে প্রদত্ত সামগ্রীসমুহ ব্যবহার করেছেন। তাঁর মৃত্যুর পর পারিবারিক সম্মতির ভিত্তিতে সামগ্রীসমুহ আমার (ইকবাল) কাছে আসে। দীর্ঘ ৪০ বছর পর আমি এই সামগ্রীসমুহ উপযুক্ত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে পেরেছি বলে মনে হচ্ছে। বিজ্ঞপ্তি