রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৫:৫৫:১৪ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রঘোষিত সেবাপক্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। সিলেট মহানগর শ্রমিক কল্যাণের আওতাধিন বিভিন্ন শাখার ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছে রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন।
সিলেট মহানগর শ্রমিক কল্যাণের আওতাধিন বিমানবন্দর থানার অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়ন রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রেড ইউনিয়ন সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের সঞ্চালনায় ট্রেড ইউনিয়ন কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানার উপদেষ্টা ও ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মজিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর নির্বাহী সদস্য ও বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম। অনুষ্ঠানে ট্রেড ইউনিয়ন ও রিক্সা-রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি