গভীররাতে মাঝারী ভূমিকম্প
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১:৫৮ অপরাহ্ন
উৎপত্তিস্থল সিলেট থেকে ১শ’ কিলোমিটার || সিলেটের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ
স্টাফ রিপোর্টার: সিলেটে গভীররাতে মাঝারী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৩৪৬ কিলোমিটার দূরে। আর সিলেট থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। রাত গভীর হওয়ায় বেশীলভাগ লোকই তা টের পাননি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেট ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাপের ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।
যুক্তরাষ্ট্রের ভূত্বাত্তিক অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুসারে, ভূমিকম্পটির মাত্র ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় এটি কেন্দ্রের কাছে একই সমমানের গভীর ভূমিকম্পের তুলনায় অনেক বেশি শক্তিশালী অনুভূত হয়েছে।বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ভূমিকম্পের উৎপত্তিস্থল শিলংয়ের ডাউকি ফল্টের কাছে হওয়ায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একাধিক আফটারশক (পরবর্তী ছোট ভূমিকম্প) অনুভূত হতে পারে। বিশেষ করে আজ আরও কয়েকটি কম্পন হওয়ার আশঙ্কা রয়েছে।
সিলেটের বাসিন্দাদের ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন, যেহেতু এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেট বিভাগ থেকে খুবই কাছে ও শিলং-এর ডাউকি ফল্টের খুবই কাছে তাই আগামী ২৪ ঘণ্টায় একাধিক আফটার শক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি মাঝারি মাপের ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।
এর আগে গত মঙ্গলবার রাজধানী সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা-সংলগ্ন বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল ৫০১ কিলোমিটার দূরে।