ফুটপাত ছাপিয়ে হকাররা রাস্তায়, বাড়ছে যানজট
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ১০:১৮:৪৫ অপরাহ্ন
সিলেট নগরে সাধারণত রোজার দ্বিতীয় সপ্তাহ থেকে মানুষ ও যানবাহনের স্রোত বাড়তে থাকে। তবে এবার রোযার ৫ম দিনেই নগরে দেখা গেলো ভীড় ও যানজট। এরমাঝে গতকাল ছিলো সপ্তাহের শেষ কর্মদিবস। তাই ব্যস্ততাও ছিলো বেশী। তবে যান ও জনস্রোতের মাঝে সবচেয়ে বেশী সমস্যা হয়ে দেখা দিয়েছে হকারদের রাস্তা ও ফুটপাত দখল। বন্দরবাজারের ফুটপাত ছাপিয়ে রাস্তাগুলোরও অর্ধেক হকারদের দখলে। এখনই রাস্তা ও ফুটপাত শৃঙ্খলার মধ্যে না আনলে ঈদের সময়ে সমস্যা প্রকট হওয়ার আশঙ্কা করছেন পথচারী ও ব্যবসায়ীরা।