আনজুমানের মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৯:৪৪:০৮ অপরাহ্ন
কুরআনের আলোয় জীবন আলোকিত
করতে হবে : মাওলানা হাবিবুর রহমান
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মাহে রমজান হচ্ছে কুরআন নাযিলের মাস। পবিত্র এই মাসে সহীহ কুরআন শেখা ও প্রশিক্ষণ দেয়া দুটোই গুরুত্বপূর্ণ কাজ। কুরআন হচ্ছে মুমিনের পথচলার গাইডলাইন। তাই কুরআনকে শুধু মুখস্থ ও অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবেনা। কুরআনের সুমহান আলোয় জীবন আলোকিত করতে হবে। ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ নিশ্চিত করতে কুরআনের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে। প্রতি বছরের ন্যায় চলতি রমজানে তা‘লিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ও আনজুমানের ব্যবস্থাপনায় নগরীর ৬৩টি কেন্দ্রে সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স পরিচালনা বিশাল ও মহৎ উদ্যোগ। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের ব্যবস্থাপনায় ও তা‘লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে নগরীর ৬৩ সহীহ ত‘লীমুল কুরআন শিক্ষা কেন্দ্রের কোর্স সমাপনী ও মুয়াল্লিমদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আনজুমানের সহ-সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে, আনজুমান সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, নুরুল আলম, মাওলানা আব্দুল জলিল নিয়াগুলি, মাওলানা মাকসুসুল করিম চৌধুরী ও ফিরোজ উদ্দিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সিলেট নগরীতে তা‘লীমুল কুরআন ও আনজুমানে খেদমতে কুরআন ৬৩ টি কুরআন শিক্ষা কেন্দ্র পরিচালনা করেছে। এই মহৎ উদ্যোগটি দীর্ঘ ২৪ বছরব্যাপী জারি রয়েছে। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। দেশের মুসলিম সমাজকে কুরআনের আলোয় আলোকিত করাই আমাদের লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি