দ্বি-বার্ষিক সম্মেলন : বড়লেখার বর্নি ও তালিমপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী যারা
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ১০:২৬:২৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর প্রথম বার নির্বাচনের মাধ্যমে উপজেলার দশ ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি। গত ৩১ মে ও ২ জুন উৎসবমূখর পরিবেশে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলার বর্নি ও তালিমপুর ইউনিয়ন বিএনপির দুই দ্বি-বার্ষিক কাউন্সিল ও কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
এর আগে দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, সদস্য সচিব নছিব আলী, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক ও আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পদক অধ্যাপক আব্দুস সহিদ খান প্রমুখ। গুরুত্বপূর্ণ প্রতিটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেন।
গত ৩১ মে অনুষ্ঠিত বর্নি ইউনিয়ন বিএনপির কার্যকরি কমিটির নির্বাচনে কাউন্সিলারদের সর্বোচ্চ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা লোকমান উদ্দিন বায়েছ, সিনিয়র সহসভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান ছরওয়ার, সহ-সম্পাদক নুনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান খোকন।
এদিকে গত ২ জুন অনুষ্ঠিত তালিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গুলসান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সফর উদ্দিন ও সাংগনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন খয়রুল হক।