মৌলভীবাজারে স্কুলছাত্রী হত্যাকারীর ফাঁসি দাবীতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৬:৩৭:৩৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী নাফিজা জান্নাত আনজুমকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ও গ্রেফতারকৃত অপরাধী জুনেলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে হাজারো জনতার উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন ও মোঃ আবু সামাদ সুজেলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জজ কোর্টের পিপি ডঃ আব্দুল মতিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, কুলাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার পৌরসভা জামায়াতের আমীর প্রভাষক মাওলানা তাজুল ইসলাম, এপিপি নিয়ামুল ইসলাম, নিহত আনজুমের পিতা আব্দুল খালিক, ভাই আফিফ ইসলাম রাদিন, স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মোজাহিদ, মাহমুদ খান আকতার, ইউপি সদস্য লুৎফুর রহমান, ছয়ফুল ইসলাম, ব্যবসায়ী আবুল কালাম বাচ্চু, ছাত্র সমন্বয়ক কাজী মুনজুর আহমদ প্রমুখ।
এর আগে কুলাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলস্থ নিহতের এলাকা থেকে শত শত নারী পুরুষ বাসযোগে মিছিল সহকারে ব্যানার ফেস্টুন নিয়ে শহরে জড়ো হন। এসময় মিছিলে মিছিলে উত্তাল হয় শহরের চাঁদনীঘাট, চৌমুনা, প্রেসক্লাব মোড় ও আদালত প্রাঙ্গণ।
উল্লেখ্য, গত ১২ জুন উপজেলার পাশের সিংগুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় নাফিজা। দুই দিন পর ১৪ জুন বিকালে বাড়ির পাশের ছড়ার পাশে অর্ধগলিত মরদেহ খুঁজে পান স্থানীয়রা। পরে এ হত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগে পাশের বাড়ি জুনেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।