ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে সৎ যোগ্য ও আল্লাহ ভীরু লোকদের নেতৃত্বে পৌঁছাতে হবে : মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:৫২:৩৪ অপরাহ্ন
সিলেট-১ আসনের জামায়াত মনোনীত সাংসদ পদপ্রার্থী জননেতা মাওলানা হাবিবুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ কাংখিত স্বাধীনতার স্বাদ পায়নি!বারবার এউ দেশের মানুষের সাথে ছলনা করা হয়েছে।
আমরা স্বপ্ন দেখছি তরুণ প্রজন্মকে সাথে নিয়ে নিপিড়ীত অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করার।
ন্যায়, ইনসাফ ভিত্তিক একটি সোনালী সমাজ বিনির্মানের। তিনি বলেন আমাকে সহযোগিতা করুন।তাক্বওয়া ভিত্তিক সমাজ বিনির্মানের এই আন্দোলনে জীবন বিলিয়ে দেওয়ার জন্য সবার আগে আমি এগিয়ে আসবো ইনশাআল্লাহ।
তিনি গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর এর জালালাবাদ থানা কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা সভাপতি মাওলানা আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি এখলাছুর রহমান আবিদ এর পরিচালনার আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমেদ রাজু, জালালাবাদ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবিব প্রমুখ। বিজ্ঞপ্তি