ট্রেনের টয়লেটে ধর্ষণ, রেল কর্মচারী আটক
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৯:০৭:২৯ অপরাহ্ন
ঢাকার কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের টয়লেটে ধর্ষণের অভিযোগ উঠেছে রেলের এক কর্মচারীর বিরুদ্ধে। গতকাল বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ট্রেনের পাবলিক অ্যানাউন্সমেন্ট অপারেটর সাইফুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. ফরহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, কমলাপুরে রেলস্টেশনের প্লাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় টয়লেটে এক নারীযাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ট্রেনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কাছে ওই নারী পিএ অপারেটর সাইফুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। এরপর অভিযুক্তকে ট্রেনেই আটক করে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে জেনেছি। আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের অপেক্ষায় আছি।