সিলেট আইডিয়াল মাদরাসায় পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৮:৪১:০৭ অপরাহ্ন

ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সিলেট আইডিয়াল মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মাদরাসা প্রিন্সিপাল ড. মাওলানা এ এইচ এম সোলাইমানের সভাপতিত্বে ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় পৃথকভাবে উপশহর ক্যাম্পাস, গার্লস ক্যাম্পাস, সবুজবাগ ক্যাম্পাসে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আফতাব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন, হিফজ বিভাগের ইনচার্জ মাওলানা ফখরুল ইসলাম, সবুজবাগ ক্যাম্পাসের ইনচার্জ হোসাইন আহমদ, ডে শিফটের ইনচার্জ মো ফারুক মিয়া ও আহমদ আল মাসউদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আফতাব চৌধুরী বলেন, আগামীর স্বপ্নপূরণে মাদরাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। এজন্য প্রস্তুতি লাগবে। যোগ্য হয়েই সুযোগ্য স্থানে অধিষ্ঠিত হতে হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। বিজ্ঞপ্তি







