আলফু চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৮:৫০:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাদাপাথর খেকো খ্যাত আওয়ামী লীগ নেতা একাধিক হত্যা মামলার আসামি কাজী আবদুল ওয়াদুদ আলফু চেয়ারম্যানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন নগরীর পূর্ব পীরমহল্লা বাসিন্দা সেদিনের হামলায় আহত সাংবাদিক নয়ন সরকার নিমু।এর আগে আলফু চেয়ারম্যানের বিরুদ্ধে তিনটি হত্যাসহ ১৯টি মামলা ছিল। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো ২০টিতে।
জানা গেছে, গত বৃহস্পতিবার আদালত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলফুর ১ দিনের মঞ্জুর করেন। রিমান্ড শুনানির দিন পুলিশ হেফাজতে থাকা কাজী আবদুল ওয়াদুদ আলফু ও তার লোকজনের বিরুদ্ধে আদালত চত্বরে সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান মামলাটি দ্রæত বিচার আইনে রেকর্ড করার তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।সাংবাদিক নয়ন সরকার নিমু মামলায় আলফু ছাড়াও তার ছেলে বায়েজীদ আহমদ (২৬) ও আলফু মিয়ার ভাইসহ অজ্ঞাতপরিচয় ৪/৫ জনকে আসামী করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার পাথর লুট মামলার আসামি আলফুর রিমান্ড শুনানির তারিখ ধার্য ছিল।
এদিন সকাল ১১টা ২০ মিনিটের দিকে সিলেট জজকোর্ট ভবনের নিচতলার প্রবেশদ্বারে সিঁড়ির সামনে ক্যামেরাপার্সন বিশাল দে বৃত্তকে সাথে সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে আলফু চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। ইতোমধ্যে তার বিরুদ্ধে ২০১৪ সালের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জে গুলি করে পাথর ব্যবসায়ী আব্দুল আলী হত্যা, দক্ষিণ সুরমার বরইকান্দিতে দুটি হত্যাকাÐসহ মোট ১৯টি মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর সাদাপাথর ও বালু লুটে তার নাম ওঠে আসে। বিশেষ করে গত জুলাই ও আগস্ট মাসে সাদাপাথর নজিরবিহীন লুটকাÐের মামলারও অন্যতম হোতা তিনি।



