৭ দফা দাবিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৯:১১:১৭ অপরাহ্ন

শিক্ষকদের ৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেটের উদ্যোগে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়।জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের পক্ষে প্রধান উপদেষ্টা বরাবরে দেয়া স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, ফেডারেশনের সিলেট বিভাগীয় সমন্বয়ক জাহেদুর রহমান চৌধুরী, জেলার উপদেষ্টা উপাধ্যক্ষ ফয়জুল্লাহ বাহার, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সিলেট মহানগর সেক্রেটারী অধ্যক্ষ গোলাম রাব্বানী, আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগর সেক্রেটারী মোহাম্মদ জসীম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক পরিষদ সিলেট মহানগর সেক্রেটারী মোঃ মোস্তফা কামাল, মুহাদ্দিস মোঃ হাবিবুল্লাহ, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ নুরুর রহমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল মোতালেব, আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড সিলেটের শিক্ষক মোঃ আঃ জলিল, শাহ মাহমুদুল হক, আলমগীর হোসেন, মোঃ আব্দুল মোতালেব ও সহকারি শিক্ষক ফারুক আহমেদ প্রমূখ।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক চত্বরে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আমরা সমর্থন করি। বাড়িভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান ও নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা সহ ৭ দফা দাবি দ্রæত বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি







