তরুণ সমাজ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মূল চালিকাশক্তি : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ৮:৫৬:১১ অপরাহ্ন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, তরুণরাই বল, তরুণরাই শক্তি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের হাতেই রয়েছে সমগ্র দেশের ভবিষ্যৎ। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মূল চালিকাশক্তি হচ্ছে তরুণ সমাজ। তারা যদি সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনা পায়, তবে বাংলাদেশকে একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করে সর্বক্ষেত্রে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান করতে চান। এই দফাগুলো বাস্তবায়িত হলে জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে ও একটি জনগণনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
বুধবার বিকেলে জৈন্তাপুর উপজেলার থুবাং ফ্রেন্ডস ক্লাব ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোহেল আহমেদ সভাপতিত্বে ও ফয়সাল আহমেদ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা তাঁতীদললের সদস্যসচিব আলতাফ হোসেন বিলাল, লালাখাল চা বাগান ব্যবস্থাপক ওলিউর রহমান, ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন, ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাফিজ জালাল আহমদ, সমাজসেবী ফখর উদ্দিন ফখর, ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপি সংগঠনিক সম্পাদক সয়ফুল আলম, জৈন্তাপুর উপজেলার জাসাস সভাপতি এম আর মামুন, ৩নং চারিকাটা ইউনিয়ন জাসাস সভাপতি হারিছ উদ্দিন, বনপাড়া খেড়িগোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফরিদ আহমদ, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহিনুর রহমান, নয়াখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমদ, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান বাবুল, থুবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সয়ফুল আলম, নয়াখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল আম্বিয়া, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি







