এক লিটার বোতলজাত পানিতে আড়াই লাখ প্লাস্টিক কণা
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ৮:২৪:৫৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: এক লিটার বোতলজাত পানিতে প্রায় আড়াই লাখ প্লাস্টিক কণা থাকতে পারে বলে দাবি করেছেন গবেষকরা। তারা বলছেন, এসব কণার অনেকগুলোই আগে কখনো আবিষ্কার করা সম্ভব হয়নি। তাই প্লাস্টিক দূষণে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির অনেকটাই আমাদের অগোচরে থেকে গেছে।সোমবার ন্যাশনাল অ্যাকাডেমি অব সাইন্সের জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়, পানিতে থাকা এসব ন্যানোপ্লাস্টিকের আকার ১ মাইক্রোমিটারেরও কম। এর আগের ধারণা থেকে ১০০ গুণ বেশি প্লাস্টিক কণা থাকার শঙ্কা রয়েছে পানিতে।
মাইক্রোপ্লাস্টিকের চেয়ে মানবদেহের জন্য ন্যানোপ্লাস্টিক বেশি ক্ষতিকর। এগুলো আকারে এত ছোট হয় যে সহজেই মানবকোষের মধ্যে ঢুকে পড়তে পারে। রক্তের কণিকার মাধ্যমে সারাদেহে প্রবাহিত হয়ে বিভিন্ন অঙ্গের ক্ষতিসাধন করতে পারে এই মাইক্রোপ্লাস্টিক।গর্ভে থাকা সন্তানের দেহেও প্রবেশ করতে পারে এই কণা। বিজ্ঞানীরা অনেকদিন ধরেই বোতলজাত পানিতে এই ধরনের ন্যানোপ্লাস্টিকের উপস্থিতির আশঙ্কা করে আসছিলেন। কিন্তু নিশ্চিত হওয়ার মতো কোনো প্রযুক্তি ছিলেন।
গবেষকরা এই সংকট কাটিয়ে উঠতে মাইক্রোস্কোপিক টেকনিক উদ্ভাবন করেছেন। তারা পরীক্ষার জন্য তিনটি জনপ্রিয় মার্কিন কোম্পানির ২৫ টি এক লিটার বোতলজাত পানি কেনেন। প্রত্যেক লিটারে তারা ১ লাখ ১০ হাজার থেকে ৩ লাখ ৭০ হাজার প্লাস্টিক কণা পেয়েছেন। এর মধ্যে ৯০ শতাংশই ন্যানোপ্লাস্টিক।