বিশ্বনাথে শিক্ষার্থী সাইম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৬:০১:৩৫ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ও পৌরসভার ২নং ওয়ার্ডের জানাইয়া নোয়াগাঁও গ্রামের নিজাম উদ্দিনের পুত্র রাহি আহমদ সাইম হত্যার সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার নিহত সাইমের শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়। এতে সাইমের সহপাঠীরাসহ বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা রাহি আহমদ সাইম হত্যার ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ঘটনার আসল রহস্য উন্মোচন করে এর সাথে জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠ বিচারের দাবী জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, ৯ম শ্রেণীর শিক্ষার্থী ইকবাল উদ্দিন, নিহতের বড় ভাই সাইফ উদ্দিন, বাবা নিজাম উদ্দিন, মা রত্না বেগম আত্নীয় তোয়াব আলী।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বের চাচার ঘর থেকে রাহি আহমদ সাইমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর গত ২৯ নভেম্বর নিহতের মা রত্না বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে আরো ৩ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলার এজহারনামীয় অভিযুক্তরা হলেন- নিহত সাইমের চাচা পৌর শহরের জানাইয়া নোয়াগাঁও গ্রামের তাহির মিয়া (৩৭), ফুফু নিলুফা বেগম (৩৪) ও চাচী রুবিনা বেগম (৩০)।