সুরইঘাট বাজারে বিট পুলিশিং সভা
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৬:৩৪:০৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
আইন-শৃঙ্খলার উন্নয়ন, অপরাধ দমন এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারে সোমবার বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অত্র ইউনিয়নের থানার বিট পুলিশিং অফিসার এস.আই শামসুল আরেফিন জিহাদ ভুইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল। বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) আবু সায়েম, সেকেন্ড অফিসার এস.আই দেবাশীষ শর্মা, এস.আই মোরশেদ আলম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি বিএনপির সভাপতি কামাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, ইউপি জামায়াতের সভাপতি মাও. আবুল খায়ের, ইউপি সদস্য জামিল আহমদ, সিরাজুল ইসলাম।
সভায় অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলাসহ মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পারিবারিক অনুশাসন, মূল্যবোধের উপর গুরুত্ব দেয়া সহ সন্তানদের প্রতি পিতা-মাতার খেয়াল রাখার আহ্বান জানানো হয়।