সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৪:৪৯ অপরাহ্ন
সামাজিক সংগঠন উইমেন ফর উইমেন রাইটস এর উদ্যোগে গতকাল শনিবার নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আলোকিত পাঠশালা নামে নগরীর বালুচরে অবস্থিত দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সংগঠনের সভাপতি সামিয়া বেগম চৌধুরী। এসময় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি শিশুদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সামিয়া চৌধুরী বলেন, শিক্ষা জাতির মেরুদ-, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এদের সুশিক্ষিত করে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। বিশেষ করে মেয়েশিশুর লেখাপড়ার বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। এজন্য তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এভাবে তাদেরকে সুশিক্ষিত করে গড়ে তুললে আমরা জাতি হিসেবে অনেকদূর এগিয়ে যাব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি শিক্ষকদের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে লেখাপড়ায় মনোযোগী থাকার আহ্বান জানান।