নগরীতে বাসদের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৭:০৮ অপরাহ্ন
নৈরাজ্যকর পরিস্থিতি ও মব কালচারের অবসান, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ-সভাপতি শহীদ আহমদ, যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, সিমান্ত রায়, জাহেদ আহমদ, হারুন আহমদ, নুরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সৈয়দা সানজিদা আহমদ নাহিয়া, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মলয় চক্রবর্তী, অর্চিতা শর্মা প্রমূখ।
বক্তারা নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়ে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি