মাধবপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৯:০৫:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে মোবাইলে কথা বলার সময় রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সাগর মাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।সে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের বাসিন্দা ও অরুণ মালের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়া স্টেশনের নিকট পৌঁছালে, রেললাইনে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন সাগর মাল। তিনি ট্রেনের শব্দ খেয়াল না করায় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মোবাইল ফোন উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।