থানকাপড়ে মোড়ানো গাজাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ১০:০৫:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অবিনব পন্থায় থানকাপড়ে মোড়ানো প্যাকেটের ভেতর থেকে বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে র্যাব-৯। শুক্রবার (২০ জুন) ভোর সোয়া ৪টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার নারায়নপুরে অভিযান চালায় র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। এসময় দুইজনকে আটক করা হয় ও ৫৭ কেজি গাজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মির্জাপুর গ্রামের মো. জহুর উদ্দিনের ছেলে মো. মনির (৪৭) ও মো. আব্দুল মজিদের ছেলে সাইদুর রহমানকে (৩৬)।
এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছে থাকা রঙিন থানকাপড়ে মোড়ানো প্যাকেটের ভেতর থেকে ৫৭ প্যাকেট গাজা জব্দ করেন। প্রতিটি প্যাকেটে ১ কেজি করে গাজা মোড়ানো ছিল। আলামতসহ আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।