সড়ক দুর্ঘটনায় প্রতি লাখে ১৯ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:৪৪:১৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: প্রতি লাখে গড়ে ১৯ জনের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য তুলে ধরে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) জানিয়েছে, বাংলাদেশে সড়ক নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতায় তরুণরা জোরালোভাবে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছে।
মঙ্গলবার (রাজধানীর শ্যামলীতে ‘আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং’ আয়োজিত এক তরুণ সভায় এই দাবি উঠে আসে। সভার শিরোনাম ছিল ‘সড়ক নিরাপত্তা আইন’।
সভায় নিসআ’র সাধারণ সম্পাদক তানজীদ মোহাম্মদ সোহরাব রেজা বলেন, বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ সড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। এগুলো মূলত পরিবহন খাত ব্যবস্থাপনার জন্য প্রণীত। তাই এখন সময় এসেছে আলাদা ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের।
সভাটি সঞ্চালনা করেন আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (পলিসি) মনোয়ারুল ইসলাম। তরুণদের পক্ষে বক্তব্য রাখেন ইয়ুথ ফোরামের সদস্য এ এফ এম সাদমান সাকিব ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সদস্য ইশতেয়াক ইমন।
তরুণ বক্তারা বলেন, বিদ্যমান আইন সড়ক ব্যবহারকারীদের—বিশেষ করে পথচারী, শিশু, নারী, সাইকেল আরোহী ও প্রতিবন্ধীদের- সুরক্ষায় দুর্বল। ফলে প্রতিদিনই সড়কে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। আর সড়ক দুর্ঘটনাই এখন তরুণদের মৃত্যুর একটি প্রধান কারণ।
তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন নয়, এর বাস্তব প্রয়োগও জরুরি। একই সঙ্গে রাজনৈতিক দল ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী দিনে সড়ক নিরাপত্তার প্রশ্নে তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে।
তরুণদের এই দাবি শুধু একটি নিরাপদ সড়কের জন্য নয়, বরং সবার জীবনের গুণগত উন্নয়নের লক্ষ্যে। তাই এখনই কার্যকর ও যুগোপযোগী সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন জরুরি বলে মত দেন বক্তারা।