হরিপুরে সাড়ে ৩ কোটি টাকার চোরাইপণ্য আটক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৯:০৭:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরই পণ্য আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে এই চোরাই পণ্য আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার হরিপুর বাজারে সিলেট-তামাবিল সড়কে চেকপোস্ট বসায় বিজিবির ৪৮ ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর ২৭ বীর হরিপুর আর্মি ক্যাম্পের সদস্যরা। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে বোঝাই করে উপরে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় ভারতীয় চোরাইপণ্য আটক করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি। আটককৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়। আটককৃত পণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।