মালয়েশিয়া দুই প্রবাসীকে সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ৬:২৮:৪৭ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়াস্থ সরকারি অগ্রণী রেমিট্যান্স হাউসের মাধ্যমে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দুজন প্রবাসী বাংলাদেশিকে বিশেষ সম্মাননা পেয়েছেন। তারা হলেন, মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান, ও ব্যবসায়ি অহিদুর রহমান অহিদ। ইতোমধ্যে এ দুইজন বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি (এনআরবি) ঘোষিত হয়েছেন এবং এনআরবি পদক পেয়েছেন।
এর আগে, ১৮ ডিসেম্বর হাইকমিশন কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে বৈধ পথে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৯ প্রবাসী বাংলাদেশিকে দেয়া হয় সম্মাননা পদক।
সম্মাননাপ্রাপ্ত প্রবাসীরা হলেন মো. মকবুল হোসাইন মুকুল, প্রকৌশলী মো. আমিরুল ইসলাম খোকন, মো. ফয়সাল আহমেদ, আহমেদ সাদী ইয়ামিন, মো. হাবিব, জামান মোহাম্মদ বাহাদুর খাঁন, মো. আমিনুর রহমান,আলি আহমেদ, মো. আব্দুছ ছাবুর।
সম্মাননা প্রদান করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার, অগ্রণী ব্যাংক ও অগ্রণী রেমিটেন্স হাইসের চেয়ারম্যান ড. জায়েদ বখত।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনের শ্রম মিনিষ্টার ও অগ্রণী রেমিট্যান্স হাউসের ডাইরেক্টর মো: নাজমুছ সাদাত সেলিম, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মোরশেদুল কবীর, প্রস্তাবিত ডাইরেক্টর জায়মান আহমেদ, চিফ এ্যাক্সিকিউটিভ অফিসার ও ডাইরেক্টর সুলতান আহমেদ, অপারেশন ম্যানেজার মো: মনজুর মোর্শেদুল ইসলাম, ম্যানেজার ফাইন্যান্স মো: মুস্তাফিজুররহমান, কমপ্লাইন্স অফিসার মো: খায়রুল আনোয়ার ও প্রকৌশলী মো: আমিরুল ইসলাম খোকন।