গোয়াইনঘাটে সচেতনতামূলক ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৫:৪৬:৩৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য আপা শাফিয়া আক্তারের সভাপতিত্বে শামীম আহমদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিএ লুৎফুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপ্রক সচিব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী।