লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেয়ার দাবীতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৯:১৫:১৫ অপরাহ্ন
লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেয়ার দাবীতে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- সিলেট-৮০ এর নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন এর হাতে স্মারকলিপি প্রদান করেন লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আখতার হোসেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, ৪নং সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তৈয়ইব শামিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান, ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আহমদ, সমাজসেবী নুর উদ্দিন (মড়া), সমাজসেবক শাহিদ আহমদ শাহীন, শ্রমিক নেতা হাবিব আহমদ, ইফতেখার আহমদ, লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল আলম সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, কানাইঘাট উপজেলার লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের শ্রমিক সহ অন্যান্য পাথর শ্রমিকগণ সনাতন পদ্ধতিতে লোভাছড়া পাথর কোয়ারী হতে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করেছে। বিগত কয়েক বছর যাবৎ পাথর, বালু উত্তোলন বন্ধ থাকায় কানাইঘাট উপজেলার প্রায় ২০ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়ে অনাহারে অর্ধহারে জীবনযাপন করছে। কানাইঘাট উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা পাথরের সাথে সংশ্লিষ্ট প্রায় ৫০ হাজারের অধিক শ্রমিক। বর্তমানে কর্মসংস্থান হারিয়ে শ্রমিকগণ জীবিকা নির্বাহ করা অসহনীয় হয়ে পড়েছে। শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এলাকার জনগণের জীবিকা নির্বাহ করার একমাত্র মাধ্যম ছিল পাথর উত্তোল ও বহন করা, কিন্তু কোয়ারী বন্ধ থাকায় অভাবের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে এই জনপদের কিছু সংখ্যক নাগরিক ভারত থেকে আসা অবৈধ বিভিন্ন রকমারি মালামাল পরিবহন কাজে ব্যবহৃত হচ্ছে। যাহা চোরাচালান কাজে সহায়তা হিসাবে অভিহিত, বেআইনী ও আইন বহির্ভূত।
হতদরিদ্র জনগোষ্টির জীবিকা নির্বাহে মানবিক ও অর্থনৈতিক দিক বিবেচনা করে লোভাছড়া পাথর কোয়ারী হতে সনাতন পদ্ধতিতে পরিবেশের মানদন্ড বজায় রেখে পাথর উত্তোলন করার সুযোগ করে দেয়ার জন্য নির্বাহী কর্মকর্তার প্রতি জোর দাবী জানান শ্রমিক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি