নসকস প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৭:৪৯:৫৩ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে নসকস প্রীতি ফুটবল ম্যাচ। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) এই প্রীতি ম্যাচের আয়োজন করে। মঙ্গলবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন একাদশ বনাম ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন একাদশ মধ্যকার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। খেলার উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার সুলতান আহমদ, সমাজসেবক আলতাফুর রহমান খসরু, সমাজসেবক ডাঃ হারুন অর রশীদ, দোয়ারা শিক্ষা ফাউন্ডেশন’র সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ছাত্রনেতা শাহীন আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী সংগঠক নুরুল আমিন, ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের সদস্য সচিব উবায়দুল হক শাহিন।
উপস্থিত ছিলেন নসকস উপদেষ্টা খলিলুর রহমান, আতাউর রহমান, সাবেক সভাপতি রফিকুর রহমান, আলাউর রহমান আলাল, শফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, সাবেক সেক্রেটারি হাসান আলী, সহ-সভাপতি আলিমুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, সমাজকল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম, শ্রম ও কৃষি সম্পাদক মাওলানা সাইফুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক ফয়জুল ইসলাম বকুল, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেজ মু: বুরহান, সদস্য আশিকুর রহমান, নুরুল হকসহ নসকস কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ।
নসকস’র সভাপতি এখলাছুর রহমান আবিদের সভাপতিত্বে ও সাবেক সভাপতি আবিদ রনি ও সেক্রেটারি হোসাইন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আব্দুল্লাহ মোহাম্মদ মাহদী।