জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৫, ৬:৩৫:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল আরাফাত রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জামালগঞ্জ থানাধীন সাচনাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল জামালগঞ্জ উত্তর ইউনিয়নের আব্দুর রহমানের পুত্র।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাচনাবাজার হতে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ প্রেরণ করা হয়েছে।