জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৭:৩৫:৪১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে পালন বক্তব্য রাখেন হেলথ এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি রায়হান মিয়া, সাধারণ সম্পাদক আবেদীন মিয়া, সুনামগঞ্জ জেলা যুগ্ম-সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য সহকারী শিল্পী রাণী দাস প্রমূখ।
এ সময় রমজান আলী, আবদুল মন্নান, শাহ জামাল হোসেন, লিকসন মিয়া, মোস্তাফিজুর রহমান, শংকর জ্যোতি দেব, সুমন্ত দেবনাথ সহ অন্যান্য স্বাস্থ্য সহকারীগণ অংশগ্রহণ করেন।