শান্তিগঞ্জে স্বাস্থ্য কর্মীদের অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৭:৩৯:০৬ অপরাহ্ন

শান্তিগঞ্জ উপজেলায়ও ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন শান্তিগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মল্লিকা রানী দাশ, বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন শান্তিগঞ্জ শাখার সভাপতি মনিরুজ্জামান, সহ-সভাপতি বিজয় ভূষণ দাশ, সাধারণ সম্পাদক সজীব দাস, অর্থ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক শ্রাবণী ব্যানার্জি, প্রচার সম্পাদক আলমগীর হোসেন ও দপ্তর সম্পাদক রুহুল আমীনসহ উপজেলার সকল স্বাস্থ্য সহকারি ও স্বাস্থ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।