বাহুবলে হাতের মেহেদি মুছার আগেই নববধূ লাশ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৭:৪৪:৩৩ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে হাতের মেহদি মুছার আগেই ঘরের তীরের সাথে উড়না পেছানো নববধূ’র লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে। জানা যায়, উপজেলার ওই গ্রামের মজনু মিয়ার মেয়ে ইভা খাতুন (১৮) কে পাশের গ্রামের মানিকা গ্রামের সোনাহর মিয়ার পুত্র শারজান মিয়ার সাথে গত এক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর ইভা পিতার বাড়িতেই থাকতো। শনিবার বেলা ১২টা পর্যন্ড ইভার ঘরের দরজা বন্ধ পেয়ে স্বজনেরা দরজা ভেঙে দেখতে পান, ঘরের তীরের সাথে ইভার উড়না পেছানো লাশ। খবরটি বাহুবল মডেল থানা পুলিশকে অবগত করা হলে ওসি তদন্ত প্রজিত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।