ফুটপাত হোক পথচারীদের
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ১২:৩০:৪৫ অপরাহ্ন
সিলেট নগরীর অধিকাংশ ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাতগুলো আবারও চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়ছে। দেখা যাচ্ছে, অনেক দোকানী তাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের সামনের ফুটপাত মালপত্র রেখে কিংবা বাড়তি চালা লাগিয়ে ব্যবসা করছেন। অনেকে অস্থায়ী দোকান বসিয়ে দিব্যি ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এছাড়া ভাসমান ব্যবসায়ীদের পশরা তো আছেই। এছাড়া বিভিন্ন স্থানে বসেছে তরিতরকারির পশরা এবং অনেক স্থানে লোহালক্কড়, ঝালাই, গ্রীল ও স্টিল সামগ্রী ইত্যাদির দোকানদাররা শুধু ফুটপাত নয় অনেক ক্ষেত্রে রাস্তার বড়ো অংশ দখল করে দিনরাত ঝালাই পেটাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে।
এছাড়া অনেক নির্মানাধীন মার্কেট ও বাসাবাড়ির মালিকরা তাদের বালি পাথর মাটি ইত্যাদি নির্মাণ সামগ্রী দীর্ঘদিন যাবৎ ফুটপাত, নালা নর্দমা এবং রাস্তার একাংশ জুড়ে ফেলে রাখার দরুন অনেক স্থানে ফুটপাত বন্ধ হয়ে আছে। এ অবস্থায় বাধ্য হয়ে পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক সময় দোকানীদের প্রসারিত চালা, কাঁচামালের পশরা ও ভ্যানগাড়ির কারণে ফুটপাত ও রাস্তা দিয়েও চলাচল সম্ভব হচ্ছে না। এঁকে বেঁকে ফাঁক ফোকর দিয়ে যানজট পেরিয়ে অনেকটা অ্যাক্রোবেটিক ভঙ্গীতে রাস্তা দিয়ে চলতে হচ্ছে লোকজনকে। নগরবাসী তথা রাস্তাঘাটে চলাচলকারী লোকজনের এ ধরনের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
রাস্তা ও ফুটপাতের প্রয়োজন রয়েছে আপনাদের পরিবারের সদস্য ও আত্মীয় পরিজনেরও। তাই নিজেদের স্বার্থেই রাস্তা ও ফুটপাত ব্যবহারযোগ্য রাখুন। পরিচয় দিন সুনাগরিক ও বিবেক সম্পন্ন মানুষের অন্যের গালমন্দ ও অভিশাপ না কুড়িয়ে দোয়া ও আশীর্বাদ লাভ করুন।