হাকালুকি হাওর থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৮:১৩:০৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার হাকালুকি হাওর অংশে মৎস্য সম্পদ রক্ষায় বুধবার মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানে প্রায় ৬,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ২৫০০ পিস চিংড়ি ধরার ফাঁদ (টপচাই/কিরণমালা) জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান কার্যক্রমে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর মৌলভীবাজারের সিনিয়র সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ সিরাজী, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ, বড়লেখা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ এবং বড়লেখা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। অভিযানকালীন উপজেলার টেকাহালী নামক স্থানে ধামাই নদীতে আড়াআড়িভাবে স্থাপিত অবৈধ ফিক্সড ইঞ্জিন (বাঁধ) অপসারণ করা হয়।