শাহ মোস্তফা একাডেমিতে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৬:৩৬:৪৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান ও জামায়াতের সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের ইন্তেকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় শহরের শাহ মোস্তফা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে একাডেমির প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পুত্র অধ্যাপক দেওয়ান কামরুজ্জামান শিবলী, সমাজসেবক দেওয়ান পারওয়াজ আহমদ চৌধুরী, শহিদুল ইসলাম রিপন, শফিউল ইসলাম, আব্দুল মতিন ও আব্দুল আহাদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুক্তাদির হোসাইন। শুরুতে সূরাতুল ফাতেহা অর্থসহ কুরআন তেলাওয়াত পেশ করেন আব্দুল হাদী আমিন।
দোয়া অনুষ্ঠানে আলোচকবৃন্দ মরহুমের বিশাল বর্ণাঢ্য জীবনের অনেক শিক্ষনীয় দিকের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন এক বিশাল ব্যক্তিত্ব, ইসলামের বাস্তব অনুসারী। ইসলামি শিক্ষার প্রসারের ক্ষেত্রে তিনি ছিলেন আজীবন নিরলস পরিশ্রমী দ্বায়ী। বক্তারা মরহুমের রুহের মাগফেররা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।